আমি শুধু আপনারই বান্দা (হজের দু’আ ০২)

আমি শুধু আপনারই বান্দা (হজের দু’আ ০২)

আমি শুধু আপনারই বান্দা (হজের দু’আ ০২)

ইয়া আল্লাহ্, কখনো রাতের আঁধার ভয় দেখায়, কখনো নিজের গুনাহ। আপনি তো আন-নাসীর—আমার রাত্রির একমাত্র সাহায্যকারী। আমার প্রতিটা দিনকে কুরআনি দিন বানিয়ে দিন। প্রতিটা সময় যেন এমন হয়, যেখানে আপনার সন্তুষ্টি ছাড়া আমি আর কিছু চিন্তা করবোনা।

আমার রব, আপনি আমাকে ভুলে যাবেন না—এই বিশ্বাসেই আমি বেঁচে আছি। আপনি তো আল-হাফীজ, আপনি ভুলেন না কাউকে। পরিবার যেন শান্তির জায়গা হয়, সম্পর্কগুলোয় যেন থাকে আপনার বরকত- আপনি যে ভালোবাসা দেন, তা দিয়েই সম্পর্কগুলোকে জোড়া লাগিয়ে দিন।

যখন নিজের ভেতরেই হারিয়ে যাই, তখন আপনার কাছেই ফিরতে মন চায়। ইয়া হাকীম—আপনি জানেন কোথায় আমাকে থামাতে হবে, আবার কোথায় টেনে নিতে হবে। আল্লাহ্ গুনাহ’র পথে হাঁটার আগেই আপনি আমাকে থামিয়ে দিন, আল্লাহ্ আমাকে আপনার দয়ার চাদরে টেনে নিন।

আমার যে স্বপ্নগুলো ভেঙে গেছে, এই ভেঙে যাওয়াতেই আমার জন্য খায়ের। ভাঙা স্বপ্নের চেয়ে উত্তম কিছু আপনি আমাকে দিবেন, এটাই আমার বিশ্বাস। ইয়া আল্লাহ্, আপনি তো আল-জাব্বার, ভাঙাগুলোকেও আপনি সযত্নে গঠন করেন।

 

আমার ভেতরে কোনো শক্তি নেই—আপনি ছাড়া আমি কিছুই না।আমার মালিক, আমাকে নিরাপত্তা দেন এমনভাবে যেভাবে আপনি একটি শিশু বাচ্চাকে হিফাজত করেন।

 

জান্নাতের কথা শুনলেই মন ভিজে যায়। আমি জানি, আপনি রাজি থাকলে তবেই তা পাওয়া সম্ভব। আপনি তো আল-মালিকুল মুলক—রাজ্য আপনার, দয়া আপনার, আমিও আপনা- আপনি যদি রাজি থাকেন, হারানোটাও পাওয়া হয়ে যায়। বরং হারানোর ভেতরেও খুঁজে পাই আশ্রয়। আপনি তো আর-রায্জাক— আপনি আমার রিযকে খুব বারাকাহ দান করে দিন আল্লাহ্।

 

সব দরজা যখন বন্ধ হয়ে যায়, আপনি নতুন জানালা খুলে দেন। ইয়া আল-ফাত্তাহ। আপনি জানেন, একজন মানুষ কতটা দমবন্ধ হয়ে পড়ে— তখন আপনার রহমত এর পরশ যেন এই গুনাহগার বান্দা ও একটু পায় আল্লাহ্।

 

আপনার দৃষ্টির বাইরে কিছুই না—আমার কান্নাও নয়, হাসিও নয়। আপনি তো আল-বাছীর, যে চোখ শুধু দেখে না—ভালোবাসেও।

 

আপনার ভালোবাসার ছায়ায় থাকলেই সবকিছু সহজ হয়ে যায়। এমন সেজদা দিন, যার ভেতরে থাকে কান্না, ভালোবাসা, ভীষণ আত্মসমর্পণ।

 

আমাকে এমন বানান, যার অন্তরে আপনি ছাড়া আর কারও নাম না থাকে।

Back to blog